সাড়ে ৭ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক
ঢাকা, ১২ জুলাই – তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার সাড়ে ৭ ঘণ্টা পর তা আবার চালু হয়েছে। মঙ্গলবার বিকাল ৬টায় লাইন থেকে ৯৫১ নং তেলবাহী গাড়িটি সরিয়ে আনা হয়।
এর আগে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার মুকুন্দপুর-হরষপুরের মাঝামাঝি স্থানে তেলবাহী গাড়ি লাইনচ্যুত হলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন মুকুন্দপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম লাইনচ্যুত তেলবাহী ট্রেনটিকে কিছুক্ষণের ভেতর মুকুন্দপুর স্টেশনে আনার পর আখাউড়া জংশনে দাঁড়িয়ে থাকা পাহাড়িকা ট্রেনটি প্রবেশ করবে এবং মাধবপুর থেকে জয়ন্তিতা ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।
তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় শিডিউল বিপর্যয়ে পড়ে রেল কর্তৃপক্ষ। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ সময় আখাউড়া স্টেশনে আটকা পড়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস এবং হবিগঞ্জের মাধবপুরের শাহাজীবাজারে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ১২ জুলাই