ইউরোপ

ইরান সফরে যাবেন পুতিন

মস্কো, ১২ জুলাই – রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সপ্তাহে ইরান সফরে যাবেন। ক্রেমলিনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, আগামী মঙ্গলবার তেহরান সফরে করবেন প্রেসিডেন্ট পুতিন। খবর আল জাজিরার।

এই সফরে তিনি ইরান এবং তুরস্কের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সিরিয়ার বিষয়ে তারা আলোচনা করবেন বলে জানানো হয়।

পেসকভ নিশ্চিত করেছেন যে, এই সফরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে পৃথক বৈঠক করবেন পুতিন।

এদিকে মঙ্গলবার রাশিয়ার দখলে থাকার নোভা কাখোভকা শহরে হামলা চালিয়েছে ইউক্রেন সেনারা। এতে ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়ার গণমাধ্যম তাস।

রুশ-সমর্থিত আঞ্চলিক প্রশাসনের নেতা ভ্লাদিমির লিওন্তিয়েভের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ।

এখনও ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ রয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু অনেক লোক তাদের অ্যাপার্টমেন্ট ও বাড়িতে অবরুদ্ধ রয়েছে বলেও জানান তিনি।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/১২ জুলাই ২০২২

Back to top button