ঢালিউড

আমি ভালো দই পাততে পারি : চিত্রনায়ক ওমর সানী

ঢাকা, ১২ জুলাই – ঈদে আনন্দের পাশাপাশি পেটপুরে একটু বেশি খেয়ে ফেলা খুব স্বাভাবিক। অনেক গৃহিণীর ঈদের দিন কাটে রান্না ঘরে। ফলে ঈদের সঙ্গে রান্না বা ভালো খাবারের বন্ধন অবিচ্ছেদ্য।

রান্না করা এনজয় করেন চিত্রনায়ক ওমর সানী। সব ধরনের রান্নায় তিনি পারদর্শী। ফলে এবার ঈদেও আনন্দ নিয়েই তার কিছুটা সময় কেটেছে রান্না ঘরে।

ওমর সানী রাইজিংবিডিকে বলেন, ‘কাচ্চি বিরিয়ানি শুধু পারি না। এ ছাড়া প্রায় সবই পারি। গরু, খাসি, মুরগি এমনকি দেশীয় সব ধরনের মাছও রান্না করতে পারি।’

তবে ইদানিং এই চিত্রনায়ক দই নিয়ে মেতেছেন। ঘরেই দই পাতেন উল্লেখ করে বলেন, ‘এখন আমার পরিবারের কাছে ইদানিং একটা খাবার বেশ প্রিয় হয়ে গেছে, সেটা হলো- রসমালাই। রসমালাইও আমি বাসায় করি। ছেলেমেয়েরা খুব পছন্দ করে! আর আমি যে ভালো দই পাততে পারি, আত্মীয়-স্বজনেরাও জেনে গেছে। আমার বোনের বাসায় দই পেতে দিয়ে এসেছি। ওরা খেয়ে মজা পেয়েছে।’

ওমর সানীর হাতে গরুর মাংস রান্না পছন্দ করেন মৌসুমী। ‘পোলাও গরুর মাংস পছন্দ করে। আমার রান্না ইলিশ মাছও ওর (মৌসুমীর) পছন্দ।’

অন্যদিকে মৌসুমীর হাতে রান্না করা খিচুরি পছন্দ করেন ওমর সানী। ‘ও একরকম বিরিয়ানি করে খাসি দিয়ে- খুব মজা হয়, অদ্ভুত স্বাদ! রান্নায় মৌসুমী অসাধারণ।’ বলেন এই চিত্রনায়ক।

তবে সব কিছু হাতের মুঠোও পেলেও মায়ের হাতের রান্না মিস করেন ওমর সানী। তিনি বলেন, ‘আমি এখন ইমোশনাল হয়ে যাব। আমার মা চমৎকার রান্না করতে পারতেন। মা মুন্সিগঞ্জের মেয়ে। মা মাথা আলাদা করে রান্না করতেন। সেই রান্না কোথাও খুঁজে পাই না।’

রান্না করতে গিয়ে বাজে অভিজ্ঞতাও হয়েছে এই নায়কের। ‘দুই ঘণ্টা নাড়ার পরে মুখে দিয়ে দেখি এটা কোনো রান্না হলো! ব্যর্থ হয়ে গোসল করতে চলে গেছি।’ হাসতে হাসতে বলেন অসংখ্য সুপারহিট সিনেমার এই নায়ক।

এম এস, ১২ জুলাই

Back to top button