জাতীয়

ছুটি শেষে খুললো অফিস, ঈদের আমেজে কর্মকর্তারা

ঢাকা, ১২ জুলাই – মুসলমানদের দ্বিতীয় সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে তিন দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ মঙ্গলবার (১২ জুলাই)। ঈদ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই (শনিবার, রোববার ও সোমবার) ছিল সরকারি সাধারণ ছুটি । ঈদের ছুটির আগের দিন ছিল শুক্রবার সাপ্তাহিক ছুটি। এর আগে গত বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। সেই হিসাবে টানা চার দিন ঈদের ছুটি শেষে আজ কাজে যোগ দেবেন কর্মজীবীরা।

আজ মঙ্গলবার থেকে সরকারি অফিস-আদালত, ব্যাংক-বীমা ও শেয়ারবাজার খুলবে।

তবে আজ অফিস খুললেও চলতি সপ্তাহে অফিস-আদালতে ঈদের আমেজ কাটবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনেকেই ঈদের ছুটির সঙ্গে বাড়তি ছুটি নিয়েছেন। ফলে আগামী রোববারের (১৭ জুলাই) আগে অফিস-আদালতে স্বাভাবিক অবস্থা ফেরার সম্ভাবনা কম।

বিষয়টি নিয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আজ সরকারি অফিস খুললেও অনেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি নেওয়ায় আগামী রোববার (১৭ জুলাই) মূলত অফিসে কর্মচাঞ্চল্য ফিরবে। যারা গ্রামে যাননি তারা আজ থেকেই অফিসে আসবেন, তবে সেই সংখ্যা কিছুটা কম।

সূত্র : পূর্বপশ্চিম
এম এস, ১২ জুলাই

Back to top button