ক্রিকেট

কপিলের সমালোচনার সময় রোহিতকে পাশে পেলেন কোহলি

নয়াদিল্লি, ১১ জুলাই -সময় বদলায়, বিরাট কোহলি নিশ্চয়ই সেটা টের পেয়েছিলেন সেই কিশোর বয়স থেকে। আচমকা বাবাকে হারানো কোহলি সেই দুঃসময় কাটিয়ে এরপর লম্বা সময় ধরে সুসময়ের আনন্দ পেয়ে আসছিলেন। কিছু উত্থান-পতন ছিল, তবে সেসব কেবলই সাময়িক।

কোহলির আকাশে সূর্য তো সবসময় খেলাই করছিল। সেই কোহলির সময় এতটাই খারাপের দিকে গেল যে, আচমকা শতক করতে ভুলে গেলেন তিনি। কাটিয়ে দিলেন ক্যারিয়ারের সবচেয়ে লম্বা ৭৭ আন্তর্জাতিক ইনিংসের পথ, যেখানে ব্যাট উঁচিয়ে আনন্দের গল্প অমাবস্যা হয়ে গেলো কোহলির কাছে।

রান পেয়েছেন কোহলি বটে, তবে কোহলি নামটাই এত বিশাল হয়ে গেছে যে, টি-টোয়েন্টিতে ১৪০ স্ট্রাইক রেটে ৫০ গড়ে রান করা সত্ত্বেও যাকে শুনতে হয়েছিল, এবার তবে তাকে বসানোই হোক।

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের আগে কপিল দেব সত্যিই তাই বলেছেন, ‘হ্যাঁ, এখন পরিস্থিতি এমন হয়েছে যে আপনি বিরাট কোহলিকে টি-টোয়েন্টি ম্যাচের একাদশ থেকে বাদ দিতে বাধ্য হতে পারেন।’

কোহলিকে বসিয়ে দেওয়ার পরামর্শ; বিষয়টি ভালো লাগেনি বর্তমান অধিনায়ক রোহিত শর্মার। তাইতো বিশ্বকাপ জয়ী কপিলের সমালোচনা করতে দুইবার ভাবেননি রোহিত।

গণমাধ্যমে কপিলকে নিয়ে বলেই বসলেন, ‘এটা (কোহলিকে একাদশে রাখা) আমাদের জন্য মোটেও কঠিন কিছু নয়, কারণ আমরা বাইরের আলোচনায় কান দেই না। আর এই বিশেষজ্ঞরা কারা এবং তাদের কেন বিশেষজ্ঞ বলা হয়, আমি জানি না। আমি বুঝতেই পারছি না।’

ঠিক একই রকম দৃশ্য তো কোহলিও অবতারণা করেছিলেন রোহিতের জন্য। যখন এই ওপেনারকে সরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছিলো, কোহলি সরাসরি বলে বসলেন, ‘আপনারা কী তবে বিতর্ক চাইছেন। যদি তাই হয় আমাকে আগেই বলে দেবেন।’

যে কোহলি-রোহিতের দ্বন্দের গল্পে সংবাদের পাতা পূর্ণ হয়, সেই সংবাদমাধ্যমে নিজেদের দারুণ বোঝাপড়ার বিষয় সামনে এনে রোহিত আরও বলেন, ‘তারা বাইরে থেকে দেখছে, দলের মধ্যে কী হচ্ছে তাদের জানা নেই। দল সাজিয়ে আমরা সেটা নিয়ে বিতর্ক ও আলোচনা করি, অনেক চিন্তা করি। খেলোয়াড়দের (দলে নেওয়া) সমর্থন দেওয়া হয়, তাদের সুযোগ দেওয়া হয়। বাইরের মানুষ এসব জানে না।’

এরপরই কোহলির প্রশংসা করে রোহিতের কণ্ঠে চলে আসে, ‘যদি ফর্মের কথা ওঠে, তাহলে তো এটা সবার ক্ষেত্রেই ভালো ও খারাপ হয়। তবে একজন ক্রিকেটারের (কোহলির ইস্যুতে) মান কখনও পড়ে না এবং আমাদের এটা মনে রাখতে হবে…আমরা সেই মানকে মূল্যায়ন করি।’

কোহলিও নিশ্চয়ই সেই মান, বিশ্বাস কিংবা আস্থার প্রতিদান দিতে মুখিয়ে আছেন ভীষণ। অবশ্য কোহলির মতো চ্যাম্পিয়ন ক্রিকেটারের জন্য নিজেকে প্রমাণের একটা মুহূর্ত কেবল দরকার। যে মুহূর্ত ইতোমধ্যে অসংখ্যবার দিয়ে ফেলেছেন কিং কোহলি।

সূত্র : আরটিভি
এম এস, ১১ জুলাই

Back to top button