জাতীয়

করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ৫২১

ঢাকা, ১১ জুলাই – গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ৫২১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এসময় নমুনা পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ছিল ১৩.১৮ শতাংশ।

সোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মারা যাওয়া ৩ জনের মধ্যে ২ জন পুরুষ এবং ১ জন নারী। এছাড়া ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৪৩২ জন ঢাকা বিভাগের, ৪ জন ময়মনসিংহ বিভাগের, ৬৬ জন চট্টগ্রাম বিভাগের, ৩ জন রাজশাহী বিভাগের, ৪ জন খুলনা বিভাগের, ৬ জন বরিশাল বিভাগের, ৬ জন সিলেট বিভাগের। এসময় রংপুর বিভাগের কারো করোনা শনাক্ত হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৫২টি নমুনা পরীক্ষা করে ৫২১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। নমুনা পরীক্ষার অনুপাতে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১৩ দশমিক ১৮ শতাংশ।

নতুন করে শনাক্ত রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৯০ হাজার ৩৭৫ জন। তাদের মধ্যে ২৯ হাজার ২০৩ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১০৫ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ১৯ লাখ ১৪ হাজার ৩১৮ জন।

এদিকে মোট পরীক্ষার বিবেচনায় এখন পর্যন্ত করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৭ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ১8 শতাংশ।

এর আগেরদিন ৬ হাজার ২৪টি নমুনা পরীক্ষা করে ৮১৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। এদিন নমুনা পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৪৭ শতাংশ। একইসময় করোনা আক্রান্ত হয়ে সারা দেশে ২ জনের মৃত্যু হয়েছিল।

সূত্র: সমকাল
এম ইউ/১১ জুলাই ২০২২

Back to top button