জাতীয়

করোনায় আরও দুজনের মৃত্যু, শনাক্ত ৮১৪

ঢাকা, ১০ জুলাই – দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন ৮১৪ জন। শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ রোববার এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আজ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৮৯ হাজার ৮৫৪ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ২০০ জনের। মারা যাওয়াদের মধ্যে দুজনই পুরুষ। এ নিয়ে করোনায় মোট ১৮ হাজার ৬৩৮ জন পুরুষ মারা গেছে। নারী মারা গেছে ১০ হাজার ৫৬২ জন।

আজ রোববার করোনায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন ঢাকা ও বাকিজন ময়মনসিংহ বিভাগের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৮৩৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ১২ হাজার ২০৪ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ৮৮০টি ল্যাবরেটরিতে চার হাজার ৬৫৯টি নমুনা সংগ্রহ এবং চার হাজার ৫৬৩টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার গিয়ে দাঁড়ায় ১৩ দশমিক ৭৭ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৭ দশমিক ৪৭ শতাংশ।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশদিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

সূত্র : এনটিভি
এম এস, ১০ জুলাই

Back to top button