ব্রাহ্মণবাড়িয়া

কোরবানির গরু গোসল করাতে গিয়ে কিশোরের প্রাণ গেলো

শেখ রাজেন

ব্রাহ্মণবাড়িয়া, ১০ জুলাই – ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির গরু খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নাবিল (১৩) নামের এক কিশোর মারা গেছে। রোববার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে জেলা শহরের কাউতুলী কুরুলিয়া খাল (এন্ডারসন খাল) থেকে দমকল বাহিনীর সদস্যরা তার মরদেহ উদ্ধার করে। নাবিল কাউতুলী এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের পরিবার সুত্রে জানা যায় , আজ সকাল ৭:০০ টায় নাবিল কোরবানির গরুকে ধোয়ানোর সময় হঠাৎ পানিতে ডুবে যায়। নদীর স্রোত পশ্চিমমুখী ছিল, পরিবারের সদস্যরা নিহত নাবিলকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করতে থাকে। পরে ডুবুরি দল এসে দুপুর ১২টার দিকে কুরুলিয়া খাল থেকে তার মরদেহ উদ্ধার করে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডি২৪লাইভকে বলেন, আজ সকালে কোরবানির গরু নিয়ে সহপাঠীদের সঙ্গে কুরুলিয়া খালে যায় নাবিল। এ সময় পানির তীব্র স্রোতে নাবিল তলিয়ে যায়। পরে কিশোরগঞ্জ দমকল বাহিনীর ডুবুরি দল এসে দুপুর ১২টার দিকে কুরুলিয়া খাল থেকে তার মরদেহ উদ্ধার করে।

সূত্র : বিডি২৪লাইভ
এন এ/ ১০ জুলাই

Back to top button