উত্তর আমেরিকা

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যা বললেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

বোর্নিও, ০৯ জুলাই – যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন শনিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উইয়ের সঙ্গে ইন্দোনেশিয়ার বালিতে বৈঠক করেন।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের হাই প্রোফাইল এ বৈঠক প্রায় ৫ ঘণ্টা স্থায়ী হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্লিঙ্কেন৷

তিনি সাংবাদিকদের জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছেন৷

তাছাড়া চীন যে রাশিয়াকে সরাসরি সমর্থন দিচ্ছে সেটিও চীনের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেছেন বলে জানান ব্লিঙ্কেন।

এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর চীন প্রথমে বিষয়টি নিয়ে চুপচাপ ছিল৷

কিন্তু কয়েকদিন পর রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে কথা বলা শুরু করে চীন৷ তারা জানায়, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় বিশ্ব অস্থিতিশীল হয়ে পড়ে।

রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ তেলও কিনছে চীন। এ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র।

সূত্র: যুগান্তর
এম ইউ/০৯ জুলাই ২০২২

Back to top button