এশিয়া

সাংহাইয়ের হাসপাতালে এলোপাথাড়ি ছুরি হামলা

বেইজিং, ০৯ জুলাই – চীনের সাংহাইয়ের একটি হাসপাতালে ঢুকে এলোপাথাড়ি ছুরি হামলা চালিয়েছেন এক ব্যক্তি। এ ঘটনা চারজন আহত হয়েছেন। করোনার কারণে চলতি বছরেও লকডাউন হয় বাণিজ্যনগরী সাংহাইতে। গত জুনে সেই লকডাউন ওঠার পর এই নিয়ে দ্বিতীয়বার প্রকাশ্যে ছুরি হামলার ঘটনা ঘটলো শহরটিতে।

শনিবার (৯ জুলাই) সকালে সাংহাইয়ের রুজিন হাসপাতাল থেকে থানায় ফোন করে জানানো হয়, এক ব্যক্তি সেখানে ছুরি নিয়ে হামলা করেছেন। ওই হাসপাতালটি ১০০ বছরের পুরোনো।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে, হাসপাতালজুড়ে হুড়োহুড়ি। বহির্বিভাগের রোগীরা দৌড়াদৌড়ি করছেন। চিকিৎসকেরা রোগীদের হুইল চেয়ার ঠেলে ছুটছেন। এক চিকিৎসককে দেখা গিয়েছে, রোগীর শয্যা ঠেলতে ঠেলতে দৌড়চ্ছেন। অন্য একটি ভিডিওতে দেখা গিয়েছে, হাসপাতালের মেঝেতে পড়ে রয়েছে রক্ত।

পুলিশ জানিয়েছে, হাসপাতালের আট তলায় এক ব্যক্তি বেশ কয়েক জন রোগীকে বন্দি করেন। হুমকি দেন খুন করবেন। পুলিশ তাকে ধরতে পাল্টা গুলি চালায়। পরে তাকে আটক করা হয়। তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। আহতদের অবস্থা স্থিতিশীল। রুজিন হাসপাতাল পুলিশ ঘিরে রেখেছে।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/০৯ জুলাই ২০২২

Back to top button