জাতীয়

ঈদের দিন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন ফখরুল

ঢাকা, ০৯ জুলাই – ঈদুল আজহা উপলক্ষ্যে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদের দিন সন্ধ্যার পর খালেদা জিয়ার গুলশান বাসভবন ফিরোজায় যাবেন ফখরুল। এ সময় মহাসচিবের সঙ্গে থাকবেন স্থায়ী কমিটির অন্যান্য সদস্য।

এ তথ্য জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের শায়রুল কবির খান। তিনি বলেন, ঈদের দিন রাত ৮ টায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বাসায় শুভেচ্ছা বিনিময় করতে যাবেন মহাসচিবসহ স্থায়ী কমিটি সদস্যরা।

তিনি আরও জানান, ঈদুল আজহা উপলক্ষে বেলা সাড়ে ১১টা জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

উল্লেখ, প্রতি ঈদের দিন সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে মহাসচিবসহ স্থায়ী কমিটি সদস্যগণ শুভেচ্ছা বিনিময় করতে যান।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৯ জুলাই ২০২২

Back to top button