অন্যান্য

উইম্বলডনের নতুন রাণী এলিনা

বছরের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম উইম্বলডন ওপেনের নারী এককের শিরোপা জয় করেছেন কাজাখস্তানের টেনিসার এলিনা রায়বাকিনা।

তিনি ফাইনালে হারিয়েছেন তিউনিশিয়ার টেনিসার ওনস যাবুরকে।

তিউনিশয়ার সুন্দরীর বিপক্ষে প্রথম সেটে ৩-৬ ব্যবধানে হেরে যান এলিনা৷ কিন্তু দ্বিতীয় ও তৃতীয় সেটে ৬-২, ৬-২ ব্যবধানে জয় তুলে নেন।

এর মাধ্যমে কাজাখস্তানের প্রথম টেনিসার হিসেবে উইম্বলডনের শিরোপা জয় করেন এলিনা।

এ নিয়ে মাত্র দ্বিতীয় বারের মতো উইম্বলডনে খেলতে এসেছেন তিনি ৷ দ্বিতীয়বারের মতো এ টূর্নামেন্টে এসে উইম্বলডনের নতুন রাণী হলেন কাজাখ সুন্দরী।

এদিকে এলিনা এবং ওনস যাবুরের এ ফাইনাল ম্যাচটিই ছিল ইতিহাসময় এক ম্যাচ৷
কারণ ওনস যাবুর প্রথম আরব নারী হিসেবে উম্বলডনের ফাইনালে খেলার অনন্য কীর্তি গড়েন তিনি৷ তবে প্রথম বারের চেষ্টায় শিরোপা জিততে পারলেন না।

সূত্র : যুগান্তর
এম এস, ০৯ জুলাই

Back to top button