ক্রিকেট

সাকিব নেই, অলরাউন্ডারের ঘাটতি নিয়ে আক্ষেপ তামিমের

গায়ানা, ০৯ জুলাই – প্রশ্নটা তার উপস্থিতির সময়টাতে ওঠে। তার অনুপস্থিতিতেও। সাকিব আল হাসান এমনই এক নাম, তার উপস্থিতি-অনুপস্থিতি দুটোই বড় প্রভাবক। অনুপস্থিতিতে কোচ বা অধিনায়ককে জিজ্ঞেস করা হয়, ‘সাকিবকে কতোটা মিস করবেন।’ উপস্থিতিতে জানতে চাওয়া হয়, ‘তার ফিরে আসা বা দলে পাওয়া কতোটুকু স্বস্তির।’

ইনজুরিতে সাকিব খুব পড়েন। সাকিবকে পাওয়া যায় না বিশেষ কারণেই। কখনো তার বিশ্রাম, কখনো তার পারিবারিক কারণ, কখনো ছুটি, কখনো দেশের খেলা বাদ দিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণ।

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের কোর্টে অনুপস্থিতির প্রশ্নটাই গেল। ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে সাকিব ছুটি নিয়েছেন। খুব বেশি গুরুত্ব, মানে আইসিসি ওয়ানডে সুপার লিগের ম্যাচ না হওয়ায় সাকিব ‘ঝোপ বুঝে কোপ মেরেছেন।’ বিসিবিও তাতে রাজি হয়েছে। প্রতিশ্রুতিশীল কাউকে বাজিয়ে দেখার বড় সুযোগ তো এটাই।

সাকিবের এই বিশ্রামে পূর্ণ সমর্থন আছে অধিনায়কের। তাকে ছাড়া বাকি যে অপশনগুলোর আছে তাদের নিয়ে ভালো করার প্রত্যয় অধিনায়কের। শনিবার গায়ানায় বৃষ্টিবিঘ্নিত অনুশীলন শেষে তামিম বলেছেন, ‘খেলোয়াড়রা ইনজুড়িতে পড়বে, খেলোয়াড়রা ছুটি নেবে। যে স্কোয়াড আছে ওখান থেকেই আপনাকে নিশ্চিত করতে হবে সেরা একাদশ। আমরা সেটাই করার চেষ্টা করছি। আমার কাছে সেরা যে অপশনগুলো আছে, ওটা নিয়ে আমরা যতটুকু সম্ভব ভালো একটা দল গড়তে পারি।’

তবে তামিমের হাতে কি সাকিবের বিকল্প অলরাউন্ডার আছে? সাকিবের বিকল্প স্পিনার হিসেবে তাইজুলকে রেখে দেয়া আছে। আর ব্যাটিংয়ে যারা আছে তাদের দিয়েই ভরসা। মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজের নামই আসছে। তবে একজন প্রোপার অলরাউন্ডার না থাকার আক্ষেপ ঝরল তামিমের কণ্ঠে, ‘বাংলাদেশে খুব বেশি প্রোপার অলরাউন্ডার নেই। সে কারণেই হয়তো বারবার আমাকে একই প্রশ্নের (সাকিব প্রসঙ্গ) উত্তর দিতে হয়। আপনাদেরও একই প্রশ্ন করতে হয়। আমাদের যদি ২-৩টা অলরাউন্ডার থাকতো যারা ৫০-৫০ বা ৬০-৪০ তাহলে এই প্রশ্নগুলো উঠতো না।’

টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হারের পর বাংলাদেশের সামনে এখন ওয়ানডেতে ভালো করার হাতছানি। পেছনের ব্যর্থতা ভুলে সামনে তাকিয়ে তামিম। দেশের জার্সিতে আবার ওয়ানডে খেলতে নামছেন ক্রিকেটাররা এটাই তাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা।

‘এখানে সবাই সামনের দিকে তাকিয়ে, শুধু আমি নই। আমার ব্যক্তিগতভাবে গিয়ে প্রত্যেকটা মানুষকে অনুপ্রেরণা দেওয়ার দরকার পড়বে না। তারা সবাই জাতীয় দলের হয়ে দেশের জন্য খেলছে।’

সূত্র : রাইজিংবিডি
এম এস, ০৯ জুলাই

Back to top button