ক্রিকেট

গায়ানা থেকে ঈদের শুভেচ্ছা জানালেন মাহমুদউল্লাহ-মোস্তাফিজরা

গায়ানা, ০৯ জুলাই – আগামীকাল রবিবার বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। তবে সৌদি আরবের মতো ওয়েস্ট ইন্ডিজেও আজ পালিত হচ্ছে ঈদ। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে থাকা বাংলাদেশ ক্রিকেট দলও ঈদ উদযাপন করছে। সেখান থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটাররা।

গায়ানা থেকে ভিডিও বার্তায় মাহমুদউল্লাহ বলেন, ‘আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই ভালোভাবে ঈদের সময় কাটান, নিজের পরিবারের সাথে এবং ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেন। ’

শরিফুল বলেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ঈদ মোবারক। সবাই পরিবার নিয়ে সুস্থ থেকে ঈদ পালন করেন এটাই আমার চাওয়া। ধন্যবাদ। ’

মোস্তাফিজ বলেন, ‘সবাইকে ঈদ মোবারক। সবাই ফ্যামিলি নিয়ে ঈদ করেন, এই আশা করি। ’

সূত্র : কালের কণ্ঠ
এম এস, ০৯ জুলাই

Back to top button