জাতীয়

ঈদের ছুটিতে ভোগাবে লোডশেডিং

ঢাকা, ০৯ জুলাই – প্রিয়জনের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে রাজধানীসহ বড় শহর ছেড়ে গ্রামের বাড়ি গেছেন লাখো মানুষ। তবে তাঁদের ঈদের আনন্দে বাগড়া দিতে পারে চলমান বিদ্যুৎ সংকট। সরকার অবশ্য বলছে, ঈদের সময় লোডশেডিংয়ের ভোগান্তি হবে না।

গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় চলতি মাসের শুরু থেকে দশকের মধ্যে সবচেয়ে বেশি লোডশেডিংয়ের কবলে পড়েছে দেশ। পরিস্থিতি সামলাতে আলোকসজ্জা বন্ধসহ বিদ্যুৎসাশ্রয়ী বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। তবে লোডশেডিং তেমন কমেনি।

এর মধ্যে আজ শনিবার শুরু হচ্ছে ঈদের ছুটি। গার্মেন্টসসহ সব কলকারখানা গতকাল শুক্রবার থেকেই বন্ধ।

ফলে গ্যাস-বিদ্যুতের চাহিদা কমবে বলে মনে করছে সরকার। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস বেশি দিতে পারবে পেট্রোবাংলা। তাই লোডশেডিং সহনীয় মাত্রায় থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
তবে সংশ্লিষ্টরা বলছেন, ঢাকাসহ বিভিন্ন শিল্প এলাকায় চাহিদা কমলেও বাড়িমুখী মানুষের কারণে গ্রামে বিদ্যুতের চাহিদা বাড়বে। কিন্তু গ্রামাঞ্চলে বিতরণ ব্যবস্থা মানসম্মত না হওয়ায় অতিরিক্ত লোড বহন করতে পারবে না। এতে লোডশেডিং করতে বাধ্য হবে বিতরণ কোম্পানিগুলো। তীব্র গরমে লোডশেডিং জনজীবনে ভোগান্তি বাড়িয়ে দেবে।

বর্তমানে দেশে বিদ্যুতের গড় চাহিদা সাড়ে ১৪ হাজার মেগাওয়াট। সেখানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সরবরাহ করছে গড়ে ১২ হাজার মেগাওয়াট।

সূত্র: সমকাল
এম ইউ/০৯ জুলাই ২০২২

Back to top button