করোনায় আক্রান্ত নোবেলজয়ী অমর্ত্য সেন
কলকাতা, ০৯ জুলাই – নোবেলজয়ী অমর্ত্য সেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়, অমর্ত্য সেন করোনায় আক্রান্ত হলেও তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।
কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গে ফিরেছেন এ নোবেল জয়ী। শান্তিনিকেতনের বাড়িতেই আছেন অমর্ত্য সেন। জানা যায়, তারপর থেকেই তার শরীর খুব একটা ভালো যাচ্ছিল না। ছিল হালকা জ্বর ও খুসখুসে কাশি।
চিকিৎসক তাকে করোনা টেস্টের পরামর্শ দেন। র্যাপিড টেস্ট করানো হয় অমর্ত্য সেনের। সেই টেস্টেই করোনা পজিটিভ ধরা পড়ে।
বর্তমানে শান্তিনিকেতনে নিজের বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন অমর্ত্য সেন। সেখানেই তার চিকিৎসা চলছে। তবে এখনও তার আরটি-পিসিআর টেস্ট হয়নি।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার (৯ জুন) কলকাতায় একটি অনুষ্ঠানে তার যোগ দেয়ার কথা ছিল। এছাড়া রোববার (১০ জুলাই) তার লন্ডন ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু এখন সবকিছু স্থগিত করে দেয়া হয়েছে।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ০৯ জুলাই