ময়মনসিংহ

ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহে রেল যোগাযোগ বন্ধ

ময়মনসিংহ, ০৮ জুলাই – ময়মনসিংহের গফরগাঁওয়ে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গফরগাঁওয়ের মশাখালী স্টেশনের কাছে তিস্তা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়।

গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সেলিম আল হারুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস মশাখালী স্টেশনে ঢোকার আগে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।’

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে লোকো শেডের ইনচার্জ ইঞ্জিনিয়ার আব্দুর রহিম বলেন, ‘ইঞ্জিন বিকল হওয়ার খবর পেয়ে ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন পাঠানো হয়েছে। কিছুক্ষণের মধ্যেই যোগাযোগ সচল হবে।’

সূত্র : রাইজিংবিডি
এম এস, ০৮ জুলাই

Back to top button