স্মিথ-ল্যাবুশেনের ব্যাটে প্রথম দিন অস্ট্রেলিয়ার
কলম্বো, ০৮ জুলাই – শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ১০ উইকেটে জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া। এবার শুক্রবার থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিনটিও নিজেদের করেছে নিয়েছে তারা। আর সেটা সম্ভব হয়েছে স্টিভেন স্মিথ ও মার্নাস ল্যাবুশেনের ব্যাটে ভর করে। এই দুই টপ অর্ডার ব্যাটসম্যানই তুলে নিয়েছেন সেঞ্চুরি। তাদের সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে হারিয়ে ২৯৮ রান তুলে প্রথম দিন শেষ করেছে সফরকারীরা।
স্টিভেন স্মিথ ১০৯ রানে ও আলেক্স ক্যারি ১৮ রান নিয়ে অপরাজিত আছেন। তারা দুজন আগামীকাল শনিবার সকালে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন।
টস জিতে ব্যাট করতে নেমে ১৫ রানেই ডেভিড ওয়ার্নারের উইকেট হারায় অস্ট্রেলিয়া। এ সময় কাসুন রাজিথার বলে বোল্ড হয়ে ফেরেন ওয়ার্নার (৫)। দ্বিতীয় উইকেটে উসমান খাজা ও ল্যাবুশেন ৫৫ রানের জুটি গড়েন। দলীয় ৭০ রানের মাথায় রামেশ মেন্ডিসের বলে বোল্ড হয়ে ফিরেন খাজাও। তিনি ৪ চারে ৩৭ রান করে যান।
এরপর দলের হাল ধরেন ল্যাবুশেন ও স্মিথ। তৃতীয় উইকেটে তারা দুজন ২২৩ বল মোকাবিলা করে ১৩৪ রানের জুটি গড়েন। যার মধ্যে স্মিথের অবদান ৫২ ও ল্যাবুশেনের ৭৮। দলীয় ২০৪ রানের মাথায় এই জুটি ভাঙেন প্রবথ জয়সুরিয়া। তার বলে উইকেটের পেছনে নিরোশান ডিকভেলার হাতে ক্যাচ দিয়ে আউট হন ল্যাবুশেন। যাওয়ার আগে তিনি ১৫৬ বলে ১২ চারে করে যান ১০৪ রান। এটা তার টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। আর দেশের বাইরের মাটিতে প্রথম।
এরপর ২৩৮ রানে ত্রাভিস হেড (১২) ও ২৫২ রানে ক্যামেরন গ্রিন (৪) জয়সুরিয়ার বলে আউট হন। অবশ্য স্মিথকে টলানো যায়নি। তিনি ১৯৩ বল মোকাবিলা করে ১২টি চারের সাহায্যে টেস্ট ক্যারিয়ারের ২৮তম সেঞ্চুরি পূর্ণ করেন। যা ছিল ১৮ মাস পর টেস্ট সেঞ্চুরি।
শেষ পর্যন্ত স্মিথের ১০৯ ও ক্যারির ১৮ রানে ভর করে ২৯৮ রান তুলে দিন শেষ করে আসে অজিরা।
সূত্র : রাইজিংবিডি
এম এস, ০৮ জুলাই