ঢালিউড

মায়ের মৃত্যুতে চিত্রপর্দার সন্তানদের শোক

ঢাকা, ০৮ জুলাই – গুণী অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন। শোবিজ অঙ্গনে সবার কাছে ‘মা’ হিসেবে তিনি পরিচিত ছিলেন। পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করে হয়ে উঠেছিলেন সকলের আপনজন। শিল্পীদের অনেকেই এই অভিনেত্রীকে ‘শর্মিলী মা’ ডাকতেন। এই অভিনেত্রীর মৃত্যুতে শোকসাগরে ভাসছে শোবিজ অঙ্গন। অনেক তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা জানিয়েছেন।

চিত্রনায়িকা অঞ্জনা ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন: ‘এই মহান মানুষটির সঙ্গে অসংখ্য কাজের অনবদ্য মধুময় স্মৃতি, যা বলে বা লিখে শেষ করা সম্ভব নয়। ব্লকবাস্টার চলচ্চিত্র ‘প্রেমিক’ ছায়াছবিতে শর্মিলী আন্টি আমার মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। আরও অনেক ছবিতে কখনো মা, কখনো-বা আমার বড় বোনের ভূমিকায় তিনি অভিনয় করেছেন। সেই স্মৃতিগুলো বারবার মনে পড়ছে।’

‘শ্রদ্ধাঞ্জলি হে গুণী। বাংলা চলচ্চিত্রে আপনার অবদান চির অমর হয়ে থাকবে।’ লিখেছেন অঞ্জনা।

খলনায়ক ডিপজল ফেইসবুক পেইজে শর্মিলী আহমেদের রুহের মাগফিরাত কামনা করে লিখেছেন: ‘আমার অনেক কাছের ছিল। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক।’
সুবর্ণা মুস্তাফা লিখেছেন: ‘আমার সুন্দর চাচী, খ্যাতিমান অভিনেত্রী শর্মিলী আহমেদ আজ সকালে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার আত্মার শান্তি কামনা করছি।’

ওমর সানী লিখেছেন: ‘দেশবরেণ্য অভিনেত্রী, একজন ভালো মনের মানুষ, শ্রদ্ধেয় শর্মিলী আহমেদ আন্টি আর নেই। আজ ভোরবেলা তিনি রাজধানীর উত্তরায় নিজ বাসায় ইন্তেকাল করেন। আমি তাকে মা বলতাম। অনেক ছবিতে কাজ করেছি। একটা পবিত্র দিনে উনি চলে গেলেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।’

চঞ্চল চৌধুরী লিখেছেন: ‘বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। চলে গেলেন দেশবরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ। চির শান্তি কামনা করি। বিনম্র শ্রদ্ধা।’

মনিরা আক্তার মিঠু লিখেছেন: ‘যাও বুবু, …আমিও আসতেসি… দুই বোনের অনেক কথা জমে আছে।’

জায়েদ খান লিখেন, শর্মিলী মা, আমাদের ভালোবাসা। আমাদের ছেড়ে চলে গেছেন না-ফেরার দেশে। শান্তিতে থাকুন আপনি। ভালোবাসা থাকবে। আপনি থাকবেন স্মরণে হৃদয়ে আমাদের।’

‘অবিশ্বাস্য! মানতে পারছি না যে, সত্যিই আপনি চলে গেলেন? আপনার দুর্দান্ত সব অভিনয়, মায়াভরা ব্যবহার আপনাকে বাঁচিয়ে রাখবে আজীবন।’ লিখেছেন শাহনাজ খুশি।

অভিনেত্রী ভাবনা লিখেছেন: ‘আমি তাকে নাতনী বলতাম, আর সে আমাকে দাদী আম্মা বলত। কত কত স্মৃতি। মজার আচার বানিয়ে খাওয়ানো- মানুষ কেন চলে যায়?’

এম এস, ০৮ জুলাই

Back to top button