জি-২০ সম্মেলন ছেড়ে চলে গেলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী
বার্লিন, ০৮ জুলাই – ইন্দোনেশিয়ার বালিতে চলমান জি-২০ সম্মেলন ছেড়ে চলে গেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
শুক্রবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বেয়ারবক বক্তব্য দেওয়ার সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী বের হয়ে যান। তিনি বিকালের সেশনেও আসেননি।
সম্মেলনে অংশ নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমাদের সমালোচনা করে বলেন, বিশ্বে খাদ্য সংকটের জন্য রাশিয়া দায়ী না। পশ্চিমারা তাদের অস্ত্র ব্যবহারে ইউক্রেনকে চাপ প্রয়োগ করছে বলেও অভিযোগ করেন তিনি।
খবরে বলা হয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সম্মেলনে মেক্সিকো ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর মাঝখানে বসেন। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বেয়ারবক বক্তব্য দেওয়ার সময় লাভরভ উঠে চলে যান।
পরে সাংবাদিকদের তিনি বলেন, পশ্চিমারা গতানুগতিকভাবে রাশিয়াকে আক্রমণ করে বক্তব্য দিচ্ছে। তিনি আরও বলেন, যে উদ্দেশ্য নিয়ে জি-২০ গঠিত হয়েছিল যুক্তরাষ্ট্র সংস্থাটিকে সে উদ্দেশ্যে ব্যবহার করেনি।
লাভরভ আরও অভিযোগ করেন, পশ্চিমারা চায় না শান্তি আলোচনা হোক বরং তারা চায় যুদ্ধক্ষেত্রে ইউক্রেন রাশিয়াকে পরাজিত করুক। তাদের এমন দর্শন স্পষ্ট হয়েছে সুতরাং, তাদের (পশ্চিমাদের) সঙ্গে কথা বলার কিছু নেই।
সূত্র: বিডিপ্রতিদিন
এম ইউ/০৮ জুলাই ২০২২