সিরাজগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
সিরাজগঞ্জ, ০৮ জুলাই – সিরাজগঞ্জের কোনাবাড়িতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। শুক্রবার (৮ জুলাই) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, শুক্রবার সকালে ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কোনাবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটা লং ভেহিকেল ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের একযাত্রী নিহত হন। আহত হন আরও ছয়জন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। নিহতদের এখনো পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
সূত্র : সময় নিউজ
এম এস, ০৮ জুলাই