অন্যান্য

সেমিতে হেরে উইম্বলডন থেকে সানিয়া মির্জার বিদায়

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা মিক্সড ডাবলসের বর্তমান চ্যাম্পিয়ন নিল স্কুপস্কি ও ডেসিরাই ক্রাউসিকে জুটির কাছে হেরে গেছেন। উইম্বলডনের সেমিফাইনালে এই হারে আসর থেকে বিদায় নিয়েছেন তিনি। সানিয়া ও তার ক্রোয়েশিয়ান সঙ্গী মেট পাভিচ দারুণ লড়াই করেও পারেননি। দুই ঘণ্টা ১৬ মিনিটের লড়াইয়ে ব্রিটেনের স্কুপস্কি ও যুক্তরাষ্ট্রের ক্রাউসিকের কাছে ৬-৪, ৫-৭, ৪-৬ হেরে যান সানিয়া ও পাভিচ জুটি।

উইম্বলডনে এর আগে একবারই ফাইনালে উঠেছিলেন সানিয়া। সেটি সাত বছর আগে ২০১৫ সালে। সেবার মার্টিনা হিঙ্গিসকে নিয়ে ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। টেনিস জীবনের শেষ বছরে দ্বিতীয় উইম্বলডন এবং সপ্তম গ্র্যান্ড স্ল্যাম জেতা হল না সানিয়ার। বাকি থাকল শুধু ইউএস ওপেন। চলতি বছরেই ক্যারিয়ারে ইতি টানবেন তিনি।

সানিয়া ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেন এবং ২০১২ সালে ফ্রেঞ্চ ওপেনে মহেশ ভূপতির সাথে এবং ২০১৪ সালে ইউএস ওপেনে ব্রাজিলিয়ান ব্রুনো সোয়ারেসের সঙ্গে মিক্সড ডাবলসের শিরোপা জিতেছিলেন।

সূত্র : যুগান্তর
এম এস, ০৭ জুলাই

Back to top button