ক্রিকেট

‘এ’ দলের সব ম্যাচ সেন্ট লুসিয়ায়

ঢাকা, ০৬ জুলাই – পূর্নাঙ্গ সিরিজ খেলতে জাতীয় দল এখন উইন্ডিজ সফরে ব্যস্ত। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে টেস্ট ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলছে টাইগাররা। ১৬ জুলাই শেষ ওয়ানডে খেলে দেশের পথ ধরবেন তামিম ইকবালরা। জাতীয় দলের সিরিজ শেষে একই সময়ে উইন্ডিজ যাবে বাংলাদেশ ‘এ’ দল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে উইন্ডিজ ক্রিকেট বোর্ড জানায়, সিরিজের সব ম্যাচই হবে সেন্ট লুসিয়ায় ড্যারেন স্যামি স্টেডিয়ামে। ৪ থেকে ৭ আগস্ট প্রথম চার দিনের ম্যাচ। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ থেকে ১৩ আগস্ট। ১৬, ১৮ ও ২০ আগস্ট হবে ওয়ানডে ম্যাচ তিনটি।

দ্বিপক্ষীয় এই সিরিজ খেলতে ‘এ’ দল দেশ ছাড়বে ২৯ জুলাই। তার আগে খুলনায় এইচপির বিপক্ষে তিন দিনের একটি ও এক দিনের দুটি ম্যাচ খেলবে ‘এ’ দল। সফরে কোচ থাকছেন মিজানুর রহমান বাবুল। ক্যারিবীয় কন্ডিশন মাথায় রেখে খেলোয়াড়দের প্রস্তুত করছেন তিনি।

উইন্ডিজ সফরে ‘এ’ দলের হয়ে খেলবেন রান খরায় ভোগা মুমিনুল হক। আর সাদমান ইসলাম আর ইনজুরি কাটিয়ে ফেরা অফ স্পিনার নাঈম হাসানদের। সব ঠিক থাকলে ৩১ জুলাই উইন্ডিজগামী বিমান ধরবে ‘এ’ দল দল।

সূত্র : সমকাল
এম এস, ০৬ জুলাই

Back to top button