উত্তর আমেরিকা

‘বন্দুক সহিংসতার মহামারির’ বিরুদ্ধে লড়াই চলবে

ওয়াশিংটন, ০৫ জুলাই – যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা মহামারির রূপ নিয়েছে। সেই মহামারির লাগাম টানতে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারছে না মার্কিন প্রশাসন। গতকাল শিকাগোর কাছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজেও বন্দুক হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৪ জন।

এই ঘটনার পরই ‘বন্দুক সহিংসতাকে মহামারি’ হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন মুলুকে বন্দুক সহিংসতার ‘মহামারি’ শেষ করতে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন বাইডেন।
গতকাল সোমবার সকালে শিকাগোর শহরতলী হাইল্যান্ড পার্কে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শুরুর পরপরই সকাল সোয়া দশটার দিকে প্রথম গুলির শব্দ পাওয়া যায়। বন্দুক হামলায় অন্তত ছয়জন নিহত হন। এ ঘটনায় আহত হন কমপক্ষে আরও ২৪ জন।

পুলিশ বলছে, ওই বন্দুকধারী ছাদ থেকে এলোপাথাড়ি গুলিবর্ষণ করেন। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২২ বছর বয়সী রবার্ট ই ক্রিমো নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান বন্দুক সহিংসতার রাশ টানতে সম্প্রতি মার্কিন কংগ্রেস বন্দুক নিয়ন্ত্রণে একটি বিল পাস করে। পরে প্রেসিডেন্ট জো বাইডেন সেটিতে স্বাক্ষর করে বিলটিকে আইনে পরিণত করেন। গত প্রায় ৩০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ আগ্নেয়াস্ত্র আইন।

বাইডেন বলেন, ‘জুনের শেষের দিকে কয়েক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো উল্লেখযোগ্য বন্দুক নিয়ন্ত্রণ আইনে স্বাক্ষর করেছেন তিনি। তিনি বলেন, ‘আমি বন্দুক সহিংসতার মহামারির বিরুদ্ধে লড়াই ছেড়ে দিতে যাচ্ছি না। তবে ‘আরও অনেক কাজ’ বাকি রয়েছে।’

সূত্র: বিডি প্রতিদিন
এম ইউ/০৫ জুলাই ২০২২

Back to top button