জাতীয়

সংজ্ঞায় শিশুর বয়সসীমা কমানোর সুপারিশ

ঢাকা, ০৩ জুলাই – সম্প্রতি কিশোর অপরাধ বেড়ে যাওয়ায় আইনের সংজ্ঞায় শিশুর বয়সসীমা ১৮ বছর থেকে কমানোর সুপারিশ করেছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

রোববার (৩ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে কমিটি। এ বিষয়ে পরবর্তীতে আরও আলোচনা হবে।

তিনি জানান, আন্তর্জাতিক সংজ্ঞায় ১৮ বছর বয়স পর্যন্ত শিশু। তাই অপরাধ করলেও ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। এ জন্য শিশুর বয়সসীমা কমাতে সুপারিশ করা হয়েছে।

সূত্র : আরটিভি
এম এস, ০৩ জুলাই

Back to top button