ইউরোপ

রুশ দখলে লিসিচানস্ক শহর

কিয়েভ, ০৩ জুলাই – রুশ বাহিনী ইউক্রেনের লুহানস্ক প্রদেশের সর্বশেষ প্রধান ইউক্রেনীয়-নিয়ন্ত্রিত শহর লিসিচানস্ক নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাশিয়ান সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, সের্গেই শোইগু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, সফল সামরিক অভিযানের ফলস্বরূপ, রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনী, লুহানস্ক পিপলস রিপাবলিকের পিপলস মিলিশিয়া ইউনিটের সঙ্গে লিসিচানস্ক শহরের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

সেভেরোদোনেৎস্কের মতো লিসিচানস্ক যেন রুশ সেনারা দখল না করতে পারে সেজন্য গত কয়েক সপ্তাহ ধরে সেখানে শক্ত ঘাঁটি গেড়েছে ইউক্রেনীয় সেনারা। এমনকি সেভেরোদোনেৎস্কে থাকা সেনাদের লিসিচানস্কে নিয়ে আসা হয়েছিল।

এদিকে লিসিচানস্কের দখলের দাবি সত্যি হলে দোনবাসের লুহানস্কের পুরো নিয়ন্ত্রণ চলে আসবে রাশিয়ার হাতে।

যদিও রাশিয়ার দাবি উগ্র ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের হাত থেকে লুহানস্ককে স্বাধীন করা হচ্ছে।

সূত্র: যুগান্তর
এম ইউ/০৩ জুলাই ২০২২

Back to top button