ফুটবল

৬০ মিলিয়ন পাউন্ডে টটেনহ্যামে ব্রাজিলের রিকারলিসন

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পার ৬০ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিকারলিসনকে। এভারটন থেকে পাঁচ বছরের চুক্তিতে তিনি স্পারদের দলে যোগ দিয়েছেন। ২০১৮ সালে ওয়াটফোর্ড থেকে এভারটনে যোগ দিয়েছিলেন এই ফুটবলার।

২৫ বছর বয়সী এই স্ট্রাইকার গেল মৌসুমে এভারটনকে রেলিগেশনের হাত থেকে বাঁচান। তিনি ১০টি গোল করার পাশাপাশি পাঁচটি গোলে সহায়তাও করেছিলেন। এর মধ্য দিয়ে যৌথভাবে এভারটনের গেল মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন।

তার আগে ওয়াটফোর্ডের হয়ে তিনি ১৩৫ ম্যাচে ৪৩ গোল করেছিলেন। তারা ২০১৭ সালে ফ্লুমিনেন্স থেকে ১১.৫ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছিল রিকারলিসনকে।

২০১৮ সালে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়েছিল রিকারলিসনের। এ পর্যন্ত সেলেকাওদের হয়ে তিনি ৩৬ ম্যাচ খেলে গোল করেছেন ১৪টি। ২০১৯ সালে তিনি ব্রাজিলের কোপা আমেরিকার ২৩ সদস্যের দলে ছিলেন এবং ফাইনালে গোল করে ২০০৭ সালের পর দলকে কোপার শিরোপা জিতিয়েছিলেন। ২০২০ সালে তিনি ব্রাজিলের হয়ে অলিম্পিক গেমসেও খেলেছিলেন। অলিম্পিক ফুটবলে সেবার তিনি সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন এবং ব্রাজিলকে স্বর্ণ জিতিয়েছিলেন।

টটেনহ্যাম এবার উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পেয়েছে তাই সেটাকে টার্গেট করে রিকারলিসনকে দলে ভিড়িয়েছে।

সূত্র : রাইজিংবিডি
এম এস, ০১ জুলাই

Back to top button