খুবির ৭ শিক্ষক পেলেন ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড
খুলনা, ২৮ জুন – গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ খুলনা বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর (ভিসি) অ্যাওয়ার্ড পেয়েছেন সাত শিক্ষক। এতে ২০২০ সালের জন্য চারজন ও ২০২১ সালের জন্য তিনজন শিক্ষক মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন।
এসময় তিনি বলেন, মানুষ কাজ করে নেশায়, স্বীকৃতির জন্য নয়। গবেষণা ঠিক সেরকম, গবেষণার জন্য নিরন্তর প্রচেষ্টা ও সাধনার দরকার হয়। তবে উৎসাহ বৃদ্ধিতে কাজের স্বীকৃতি প্রয়োজন। স্বীকৃতি মানুষকে কাজ করতে উদ্বুদ্ধ করে, উদ্যমকে বাড়িয়ে দেয়। এটি দেখে অন্যরাও গবেষণায় আরও বেশি উৎসাহিত হয়।
প্রফেসর ড. মাহমুদ আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণায় উন্নীত করতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।
২০২০ সালের জন্য মনোনীত শিক্ষকরা হলেন- গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. হায়দার আলী বিশ্বাস, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. কামরুজ্জামান, বাংলা ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. রুবেল আনছার ও অর্থনীতি ডিসিপ্লিনের প্রভাষক সৈয়দ আফরোজ কেরামত।
এছাড়া ২০২১ সালের জন্য মনোনীত শিক্ষকরা হলেন- ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. আব্দুল্লাহ-আল নাহিদ, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নজরুল ইসলাম এবং ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের প্রভাষক মো. আশফিকুর রহমান।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে ৫০ হাজার টাকার চেক, সনদপত্র ও মেডেল দেওয়া হয়।
সূত্র : জাগো নিউজ
এম এস, ২৮ জুন