জাতীয়
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ন্যাশনাল ব্যাংকের অনুদান
ঢাকা, ২৭ জুন – বন্যাদুর্গতদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১১ কোটি টাকা অনুদান দিয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড।
ব্যাংকের পক্ষ থেকে নির্বাহী কমিটির চেয়ারপার্সন পারভীন হক সিকদার এমপি এবং রিক হক সিকদার সোমবার (২৭ জুন) গণভবনে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর পক্ষে তার মুখ্যসচিব ত্রাণের চেক গ্রহণ করেন। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় বিগত বছরগুলোতেও আর্তমানবতার সেবায় ন্যাশনাল ব্যাংক লিমিটেড সাহায্যের হাত সম্প্রসারিত করেছে।
সূত্র : রাইজিংবিডি
এম এস, ২৭ জুন