জাতীয়

রেলওয়েতে যাত্রীপ্রতি আয়ের ৪ গুণ ব্যয়: রেলপথমন্ত্রী

ঢাকা, ২৭ জুন – রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, রেলওয়ের প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি ব্যয় ২.৪৩ এবং আয় ০.৬২ টাকা। অপরদিকে, মালামাল বহনে একই দূরত্বে টনপ্রতি খরচ হয়েছে ৮.৯৪ এবং আয় ৩.১৮ টাকা। সে হিসাবে যাত্রীপ্রতি আয়ের প্রায় চার গুণ ব্যয় হচ্ছে।

সোমবার (২৭ জুন) সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টর রুস্তম আলী ফরাজীর (পিরোজপুর-৩) প্রশ্নের জবাবে মন্ত্রী ২০১৮-১৯ অর্থবছরে তৈরি রেলওয়ে কস্টিং প্রোফাইলের ভিত্তিতে আয়-ব্যয়ের এ তথ্য তুলে ধরেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

মন্ত্রী রেলওয়ের গত ৫ বছরের (২০১৬-১৭ থেকে ২০২০-২১ অর্থবছর) রেলের আয়ের পরিসংখ্যান তুলে ধরেন। গত ৫ বছরে ৩৬ কোটি ১৭ লাখ যাত্রী এবং ২ কোটি ৮ লাখ ১৩ হাজার টন মালামাল বহন করেছে। এসময়ে রেলের আয় হয়েছে ৬৮ কোটি ৮৬ লাখ ৫১ হাজার টাকা। এই হিসাবে প্রতিদিন রেলে চড়ছেন প্রায় ২ লাখ যাত্রী।

মন্ত্রী বলেন, দেশের সবচেয়ে বড় গণপরিবহন রেলওয়ে নিরাপদ ও আরামদায়ক বাহন হওয়ায় যাত্রী পরিবহন দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

সূত্র : রাইজিংবিডি
এম এস, ২৭ জুন

Back to top button