বিজ্ঞান ও প্রযুক্তি

বাংলাদেশে চরমপন্থা ঠেকাতে ফেসবুকে স্থানীয় বিশেষজ্ঞ নিয়োগ

বাংলাদেশে ফেসবুকে চরমপন্থী চিন্তাধারার প্রচার মোকাবিলায় বাংলা ভাষা, সংস্কৃতি বোঝেন এমন বাংলাদেশি বিশেষজ্ঞদের নিয়োগ দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

মেটা এশিয়া প্যাসিফিক অঞ্চলের সন্ত্রাসবিরোধী ও বিপজ্জনক সংগঠনবিষয়ক প্রধান নাওয়াব ওসমান সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে নাওয়াব ওসমান বলেন, ‌‘আমাদের প্ল্যাটফর্মে বাংলাদেশের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে তা এখানকার (বাংলাদেশের) অফলাইন বাস্তবতার প্রতিফলন।’
ব্যবহারকারীদের মধ্যে সহনশীলতা বাড়াতে মেটা নানা পদক্ষেপ নিচ্ছে এবং সুশীল সমাজও এর অন্তর্ভুক্ত আছে বলে জানান তিনি।

একই সঙ্গে মেটার নিজস্ব প্রযুক্তি ও অ্যালগরিদম এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি, ফেসবুকে বাংলাদেশের অফলাইন বাস্তবতার প্রতিফলন ঘটছে বলেও জানান ওসমান।

এম ইউ/২৭ জুন ২০২২

Back to top button