বিচিত্রতা

বালিশের দাম ৫৩ লাখ টাকা

নেদারল্যান্ডসের চিকিৎসক থেকে ডিজাইনার হওয়া ভন ডের হিলস্ট বিশ্বের সবচেয়ে দামি বালিশ তৈরি করেছেন। ব্যক্তির শরীরের আকারের মাপ অনুযায়ী বিশেষভাবে তৈরি এই বালিশ ব্যবহারে ইনসোমনিয়াসহ বিভিন্ন সমস্যা থেকে মুক্তি মিলবে। ১৫ বছর ধরে গবেষণা চালিয়ে এই বালিশ তৈরি শুরু করেন এই ডিজাইনার। আর্কিটেকচারাল ডাইজেস্টের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে।

বেশ কয়েকটি ডিজাইনের এই বালিশের দাম শুরু হয়েছে ৫৭ হাজার মার্কিন ডলার থেকে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাড়াচ্ছে ৫২ লাখ ৯৩ হাজার টাকারও বেশি।

ভন ডের হিলস্টের কোম্পানি থিজস ভন ডের হিলস্ট-এর ওয়েবসাইটে দাবি করা হয়, তাদের তৈরি বালিশগুলোই বর্তমান পৃথিবীর সবচেয়ে আধুনিক ও অভিজাত বালিশ। বালিশটি তৈরিতে মিসরীয় দামি তুলো ব্যবহার করা হয়। আর কভার তৈরিতে ব্যবহার করা হয়েছে ২৪ ক্যারেটের স্বর্ণ। বালিশের মূল্য সংবলিত যে ট্যাগ, তাতে সংযুক্ত রয়েছে চারটি ডায়মন্ড।

২০১৭ সালে ভন ডের হিলস্টের তৈরি এই বালিশ দুবাই এক্সপোতে ইনডেক্স আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন শাখায় বিশেষ পুরস্কারেও ভূষিত হয়।

এম এস, ২৭ জুন

Back to top button