জাতীয়
খালেদা জিয়াকে দেখতে কোকোর দুই মেয়ে ঢাকায়
ঢাকা, ২৬ জুন – বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ঢাকায় এসেছেন তার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর দুই মেয়ে।
রোববার দুপুরে বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজ প্রবেশ করেন তারা। প্রত্যক্ষদর্শী সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে।
সূত্র জানায়, আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান বিকেল পৌনে ৩টায় খালেদা জিয়ার বাসায় যান।
তবে এ ব্যাপারে কিছু জানে না বলে জানিয়েছেন খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ২৬ জুন