মডেলিং

টাকা থাকলেই সব হয় না, সাহস লাগে, কনফিডেন্স লাগে: পিয়া

ঢাকা, ২৫ জুন – খুলনার মেয়ে মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। পদ্মা পাড়ি দিয়ে যেতে হয় বাড়ি। এই পদ্মা নিয়ে তার রয়েছে অসংখ্য স্মৃতি। আজ উদ্বোধন হলো এই নদীর উপর বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু। এ নিয়ে তিনিও উচ্ছ্বসিত।

পিয়া জান্নাতুল গণমাধ্যমে বলেন, ‘পদ্মা সেতু আমাদের জন্য বড় এক পাওয়া। আমাদের মতো দেশে এত বড় একটা প্রকল্প প্রধানমন্ত্রী হাতে নিয়েছেন এবং সফলভাবে এত অল্প সময়ে সম্পন্ন করেছেন, এটা খুবই প্রশংসনীয়। অনেকে ভেবেছিলেন এ রকম বড় একটা প্রজেক্ট বিদেশি সহায়তা ছাড়া করতে পারব না আমরা। এখন আমরা বলতে পারছি, আমাদের টাকায় সেতুটা হয়েছে।’

‘টাকা থাকলেই সব হয় না। এক্সিকিউট করার মানসিকতা লাগে। সাহস লাগে। কনফিডেন্স লাগে। শত বাধার মুখেও নিজের লক্ষ্যে অটুট থাকতে সবাই পারেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সেটা করে দেখিয়েছে।’ বলেন এই মডেল অভিনেত্রী।

দক্ষিণবঙ্গের মানুষের জন্য পদ্মা সেতু গুরুত্বপূর্ণ উল্লেখ করে পিয়া জান্নাতুল আরো বলেন, ‘আমাদের বাবা-মায়েরা বলতেন, যদি আমাদের একটা সেতু হয়ে যেত তাহলে তো আমাদের আর কষ্ট থাকত না। এখন তারাও কাঙ্ক্ষিত সেতু পেল।’

এম এস, ২৫ জুন

Back to top button