ক্রিকেট

আইপিএলের জন্য আড়াই মাস, আইসিসি সভায় চ্যালেঞ্জ জানাবে পাকিস্তান

ইসলামাবাদ, ২৪ জুন – আইপিএলে দল সংখ্যা বেড়েছে। আগামী মৌসুম থেকে বাড়তে পারে ম্যাচ সংখ্যাও। আর আইপিএলে যাতে সব আন্তর্জাতিক ক্রিকেটাররা অংশ নিতে পারে সেটার জন্য ২০২৩ সাল থেকে আড়াই মাস আইসিসি কোনো আন্তর্জাতিক সিরিজ রাখবে না। এমনটাই জানিয়েছিলেন ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ।

তবে আইপিএলের জন্য আড়াই মাস সময় বরাদ্দের বিরোধিতা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনকি তারা এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জও জানাবে।

শুক্রবার এ বিষয়ে পিসিবি সভাপতি রজিম রাজা বলেন, ‘অবশ্য আড়াই মাস সময় বরাদ্দের বিষয়ে আইসিসির পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা আসেনি কিংবা চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আইসিসি সভায় আমি এ বিষয়ে আমার মতামত জানাবো। আমরা বিষয়টির বিরোধিতা করবো এবং চ্যালেঞ্জও জানাবো।’

তিনি আরও বলেন, ‘বিশ্ব ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করছে আইসিসি। তারা যদি আড়াই মাস আইপিএলকে দেয়, তার মানে অন্য কেউ বঞ্চিত হবে। আমরা বঞ্চিত হবো।’

বিসিসিআই-এর মতে, ভবিষ্যতে আইপিএল হবে ৮৪ কিংবা ৯৪ ম্যাচের।

সূত্র : রাইজিংবিডি
এম এস, ২৪ জুন

Back to top button