উত্তর আমেরিকা

শনিবার থেকে নির্বাচনী সমাবেশে বের হবেন ট্রাম্প

ওয়াশিংটন, ০৯ অক্টোবর- করোনা থেকে সেরে উঠে বুধবার দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তার চিকিৎসক জানিয়েছেন, শনিবার থেকে তিনি দাপ্তরিক কাজের বাইরেও বিভিন্ন কাজে অংশগ্রহণ করবেন।

ট্রাম্পের ইচ্ছা, হাসপাতালে ও হোয়াইট হাউসে ১০ দিন কাটানোর পর এখন তিনি নির্বাচনী প্রচার কাজে অংশ নেবেন। খবর আল জাজিরার।

হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে ড. সিন কোনলি জানিয়েছেন, ট্রাম্পের শরীর এখন চমৎকার। হাসপাতাল থেকে ফেরার পর তিনি দারুণ চাঙা বোধ করছেন। তিনি এখন জনসমক্ষে বেরোনোর মতো সুস্থ হয়ে উঠেছেন।

নভেম্বরের ৩ তারিখ প্রেসিডেন্ট নির্বাচন। প্রার্থীদের এখন এক মিনিট ঘরে বসে কাটানোর উপায় নেই। কিন্তু করোনায় আক্রান্ত হয়ে ট্রাম্পকে নষ্ট করতে হয়েছে মূল্যবান কিছু সময়। গত সোমবার হাসপাতাল থেকে ফেরার পর থেকেই তিনি এখন মুখিয়ে আছেন প্রচারণায় অংশ নিতে।

আরও পড়ুন: সুর পাল্টে ট্রাম্প বললেন করোনা রিলিফ বিলে স্বাক্ষরে প্রস্তুত আছি

ফক্স নিউজের সঙ্গে টেলিফোনে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি এখন অত্যন্ত ভাল বোধ করছেন আর যে কোনো কাজ করার জন্য মতো পুরোপুরিই সুস্থ এখন।। তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

ট্রাম্প বলেন, ‌‘আমার বিশ্বাস- আগামী শনিবার রাতে আমি প্রচারণার কাজে বেরোতে পারব। আমি জনসমাবেশে কথা বলতে চাই। কাজটা আমি ফ্লোরিডা থেকে শুরু করব। এরপর পেনসিলভ্যানিয়ায়।’

তবে ট্রাম্প যতই আগ্রহ দেখান আর তার চিকিৎসক যতই তাকে ছাড়পত্র দেন না কেন, পর্যবেক্ষকরা দাবি তুলেছেন, তিনি এখনও সংক্রমিত না করার মতো সুস্থ হয়ে উঠেছেন কি-না। তাদের ভয়, তার সংস্পর্শে আসা কর্মীরা হয়তো সংক্রমিত হতে পারেন। তাছাড়া হোয়াইট হাউসেও ট্রাম্পের অনেক কর্মী করোনা টেস্টে পজিটিভ শনাক্ত হয়েছেন।

সূত্র : সমকাল
এম এন / ০৯ অক্টোবর

Back to top button