ক্রিকেট

পাঁচ বছর পর টেস্ট দলে ফিরলেন ম্যাক্সওয়েল

ক্যানবেরা, ২৩ জুন – পাঁচ বছর পর আবারও সাদা পোশাকে মাঠে নামার সুযোগ পাচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েল। ২০১৭ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্ট খেলেছিলেন এই অলরাউন্ডার। ট্র্যাভিস হেড চোট পাওয়ার কারণে তাকে দলে যুক্ত করেছে অস্ট্রেলিয়া।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে ফের ইনজুরি উদ্বেগ তৈরি করেছে অস্ট্রেলিয়ার ক্যাম্পে। হ্যামস্ট্রিংয়ের সমস্যায় কলম্বোয় শেষ ওয়ানডে থেকে ছিটকে গেছেন হেড। চতুর্থ ম্যাচের শেষ দিকে ইনজুরিটা পান হেড। গলেতে প্রথম টেস্ট শুরুর আগে সেরে উঠতে তার সময় মাত্র ছয় দিন। তাকে নিয়ে শঙ্কা থাকায় দরজা খুলে গেলো ম্যাক্সওয়েলের। ৭ টেস্টে এক সেঞ্চুরিতে ৩৩৯ রান তার।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে স্পিনারদের বিরুদ্ধে প্রভাবশালী পারফরম্যান্স করার পর ম্যাক্সওয়েলের টেস্ট দলে ফেরার আভাস দিয়েছিলেন নতুন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। সেটা পেয়েও গেলেন তিনি।

সফরের শুরু থেকে অস্ট্রেলিয়ার ইনজুরির তালিকা লম্বা হচ্ছে। প্রথম টি-টোয়েন্টিতে আঙুল মারাত্মকভাবে কেটে যায় মিচেল স্টার্কের। প্রথম দুই ওয়ানডেতে তার খেলা হচ্ছে না। কাফ ইনজুরিতে মিচেল মার্শ এখনও দলের বাইরে।

কভার হিসেবে ওয়ানডে স্কোয়াডে যুক্ত থাকলেও শেষ টি-টোয়েন্টিতে হ্যামস্ট্রিং চোট নিয়ে সিরিজ শেষ হয়ে গেছে কেন রিচার্ডসনের। শ্রীলঙ্কায় পা রাখার পরপর আঙুল ভেঙে যায় শন অ্যাবটের। ওয়ার্কলোডের কথা চিন্তা করে অন্তত প্রথম দুটি ওয়ানডেতে বোলারদের বিকল্প হিসেবে খেলানো হবে না ক্যামেরন গ্রিনের।

পরে প্রথম ওয়ানডেতে চোট পান মার্কাস স্টয়নিস ও অ্যাস্টন অ্যাগার। পাঁচ ম্যাচের সিরিজে বাকি অংশ থেকে ছিটকে যান স্টয়নিস, অ্যাগারও খেলেননি পরের তিন ম্যাচ।

আগামী ২৯ জুন দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচ হবে গলেতে। ৮ জুলাই হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

টেস্ট দল: প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লিয়ন, মিচেল মার্শ, স্টিভ স্মিথ (সহঅধিনায়ক), মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল।

সূত্র : রাইজিংবিডি
এম এস, ২৩ জুন

Back to top button