সিলেট

৬ দিন পর সচল ওসমানী বিমানবন্দর

সিলেট, ২৩ জুন – বন্যায় রানওয়েতে পানি ওঠায় ৬ দিন বন্ধ থাকার পর অবশেষে সচল হলো সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর।

বৃহস্পতিবার (২৩ জুন) ভোর থেকে এই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ওসমানী বিমানবন্দর থেকে সিলেট-লন্ডন রুটে দুটি ফ্লাইট আসা-যাওয়া করেছে। এছাড়া একটি ফ্লাইট ম্যানচেস্টারের উদ্দেশ্য ছেড়ে গেছে। এছাড়া সিলেট-ঢাকা রুটে একাধিক ফ্লাইট আসা-যাওয়া করেছে।

ওসমানী বিমানবন্দরের সহকারী পরিচালক নজরুল ইসলাম বলেন, বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চলছে। রানওয়ে থেকে পানি নেমে গেছে।

বন্যায় রানওয়েতে পানি ওঠায় গত ১৭ জুন বন্দরের ফ্লাইট কার্যক্রম তিন দিনের জন্য বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। ৩ দিন পর গত ২০ জুন ওসমানী বিমানবন্দর পরির্দশনে আসেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। পরিদর্শন শেষে তিনি জানান, রানওয়ে থেকে পানি নেমে গেলেও এপ্রোচ লাইট তলিয়ে থাকায় এই বিমানবন্দরের কার্যক্রম আরও কয়েকদিন বন্ধ থাকবে।

তবে এপ্রোচ লাইটের পানি নেমে যাওয়ায় আজ (বৃহস্পতিবার) থেকে ফ্লাইট চলাচল শুরু করার বিষয়টি বুধবার জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

সূত্র : রাইজিংবিডি
এম এস, ২৩ জুন

Back to top button