ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, সাবেক মেম্বার গ্রেফতার
নোয়াখালী, ২২ জুন – নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একাধিক জনপ্রতিনিধির ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ অভিযানে নেমেছে। বুধবার দুপুরে এ ধরনের একটি অভিযানে সাবেক মেম্বার আহছান উল্যাকে (৫০) পুলিশ ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে।
আহছান মেম্বার উপজেলার চরহাজারী ইউনিয়নে ১নং ওয়ার্ড মাইলওয়ালা বাড়ির আবদুল গফুরের ছেলে। তার বিরুদ্ধে পুলিশ মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে।
কোম্পানীগঞ্জ থানার এএসআই রুবেল মিয়া বলেন, চরহাজারী সাবেক মেম্বার আহছান উল্যাহকে তার বাড়িসংলগ্ন দোকান ঘর থেকে গ্রেফতার করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে শয়ন কক্ষ থেকে ২০ পিস ইয়াবা জব্দ করা হয়। এবিষয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আহছান মেম্বারকে বিচারিক আদালতের মাধ্যমে নোয়াখালী কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, উপজেলার একাধিক জনপ্রতিনিধির ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর পুলিশ অভিযানে নামে। এসব ভিডিও নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।
সূত্র : যুগান্তর
এম এস, ২২ জুন