ব্যবসা

আবারও কমেছে টাকার মান

ঢাকা, ২১ জুন – ডলারের বিপরীতে ১০ পয়সা কমেছে টাকার মান। মঙ্গলবার প্রতি ডলারে ১০ পয়সা বাড়িয়ে আন্তব্যাংকে ডলারের দর ঠিক করা হয়েছে ৯২ টাকা ৯০ পয়সা। গত সোমবার ডলারের দর ছিলো ৯২ টাকা ৮০ পয়সা।

গত দুই মাসের ব্যবধানে ১০ দফা বাড়ানো হয়েছে ডলারের দাম। এই সময়ে টাকার মান কমেছে ৬ টাকা ৭০ পয়সা।

দীর্ঘদিন ধরে আন্তঃব্যাংকে ডলারের দর ৮৪ টাকা ৮০ পয়সায় অপরিবর্তিত ছিলো। তবে আমদানি ব্যাপক বাড়লেও রেমিট্যান্স কমাসহ বিভিন্ন কারণে গত আগস্ট থেকে ডলারের দর একটু করে বাড়তে বাড়তে এ পর্যায়ে এসেছে। ডলার বিক্রির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৪২ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। এর আগে গত আগস্টে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের ওপরে ছিলো।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ২১ জুন

Back to top button