ইউরোপ

লিথুয়ানিয়াকে যে ‘হুমকি’ দিল রাশিয়া

মস্কো, ২০ জুন – রাশিয়ান ছিটমহল কালিনিনগ্রাদে পণ্য পরিবহনের জন্য লিথুয়ানিয়ার কাছে ট্রানজিট নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নেওয়ার দাবি জানিয়েছে রাশিয়া। ট্রানজিট ফের চালু না হলে, স্বার্থ রক্ষার জন্য প্রতিক্রিয়া জানাবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেছে মস্কো।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মস্কোতে লিথুয়ানিয়ান রাষ্ট্রদূতকে বলেছে, লিথুয়ানিয়া হয়ে কালিনিনগ্রাদ এবং রাশিয়ার বাকি অঞ্চরের মধ্যে কার্গো ট্রানজিট ফের চালু না হলে, মস্কো তার স্বার্থ রক্ষার জন্য প্রতিক্রিয়া জানাবে।

লিথুয়ানিয়া কর্তৃপক্ষ তাদের ভূখণ্ড দিয়ে পণ্য পরিবহন নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার মূল ভূখণ্ড এবং বাল্টিক সাগরের কালিনিনগ্রাদ ছিটমহলের মধ্যে একমাত্র রেলপথ দিয়ে রাশিয়া পণ্য পরিবহণ করতে পারছে না। রেলপথটি লিথুয়ানিয়া এবং পোল্যান্ডের মধ্যে অবস্থিত।

নিষিদ্ধ পণ্যের মধ্যে রয়েছে কয়লা, ধাতু, নির্মাণ সামগ্রী এবং উন্নত প্রযুক্তি পণ্য।

সূত্র: যুগান্তর
এম ইউ/২০ জুন ২০২২

Back to top button