হবিগঞ্জ

খোয়াই নদীর পানি বাড়ছে, প্লাবিত হচ্ছে নতুন এলাকা

হবিগঞ্জ, ২০ জুন – টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হবিগঞ্জ জেলার খোয়াই নদীতে পানি বাড়ছে। বাল্লা সীমান্তে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। নবীগঞ্জ ও আজমিরীগঞ্জের পর এবার লাখাই উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

সোমবার (২০ জুন) পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মিনহাজ আহমেদ শোভন জানান, কুশিয়ারার পানি অব্যাহতভাবে বাড়ছে। বাঁধ উপচে পানি হাওড়ে প্রবেশ করায় নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। সোমবার সকাল ৯টায় বাল্লা সীমান্তে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, নবীগঞ্জ, লাখাই, আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। জেলার কয়েক হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে।

জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, কুশিয়ারা নদীর পানি বৃদ্ধির ফলে নবীগঞ্জ ও আজমিরীগঞ্জের পাশাপাশি এখন লাখাই ও বানিয়াচং উপজেলার বিভিন্ন গ্রাম প্লাবিত হচ্ছে। বন্যাকবলিত মানুষের আশ্রয়ের জন্য নবীগঞ্জে ১৩টি, লাখাইয়ে ১৫টি এবং আজমিরীগঞ্জে ২১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

সূত্র : রাইজিংবিডি
এম এস, ২০ জুন

Back to top button