চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে তেলের জাহাজে দুই ভারতীয় নাবিকের মৃত্যু

চট্টগ্রাম, ১৯ জুন – চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে একটি জাহাজের তেলের ট্যাংকে নেমে অসুস্থ হয়ে ভারতীয় দুই নাবিকের মৃত্যু হয়েছে। শুক্রবার ওই দুজন অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা তখনই একজনকে মৃত ঘোষণা করেন। পরদিন অপরজনের মৃত্যু হয়।

ওই দুই নাবিক হলেন- জিঞ্চু রাজ (২৯) ও অখিল শেখর (২৬)। তাদের দুজনের বাড়ি ভারতের কেরালায়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ওসি কবির হোসেন।

তিনি বলেন, জাহাজটি সয়াবিন তেল নিয়ে বাংলাদেশের জলসীমায় আসে। তেল খালাসের পর ওই দুই নাবিক বিকালে তেলের টাংকিতে নেমে অজ্ঞান হয়ে পড়েন।

জাহাজের কর্মীদের বরাত দিয়ে তিনি জানান, অচেতন অবস্থায় দুইজনকে সন্ধ্যায় কোস্টগার্ড ও স্থানীয় শিপিং এজেন্ট কর্মীদের সহায়তায় উদ্ধার করে নগরীর বেসরকারি একটি হাসপাতালে নেয়া হলে জিঞ্চুকে মৃত ঘোষণা করা হয়।

ওসি বলেন, খালি তেলের টাংকিতে গ্যাসের প্রভাবে দুইজন অসুস্থ হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

এসময় দুই নাবিকের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ১৯ জুন

Back to top button