ফুটবল

ঝুঁকি জেনেও ইউক্রেনে হামলার নিন্দায় সাবেক রাশিয়ার ফুটবল অধিনায়ক

রাশিয়ার জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইগোর ডেনিসোভ ইউক্রেনের তার দেশের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি ভালো করেই জানেন, এমন মন্তব্য করায় তার জীবন ভীষণ ঝুঁকির মুখে পড়তে পারে।

এই যুদ্ধকে ‘বিপর্যয়’ বলেছেন ডেনিসোভ। নিজের ফুটবল ক্যারিয়ারে স্পষ্টবাদী হিসেবে পরিচিত ৩৮ বছর বয়সী সাবেক মিডফিল্ডার ইউক্রেনে ‘ভয়াবহতা’ নিয়ে সত্যি কথা বলতে চান। এজন্য কারাদণ্ড বা মৃত্যু কোনো কিছুকে তোয়াক্কা করেন না তিনি।

রুশ নাগরিকরা যেন ইউক্রেন হামলার সমালোচনা না করতে পারে, সেজন্য সম্প্রতি রাশিয়ায় একটি আইন পাস হয়েছে। কেউ এই আইন ভাঙলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

ডেনিসোভ বলেছেন, ‘এই ঘটনা একটি বিপর্যয়। পুরোপুরি ভয়াবহ। আমি জানি না, এই কথাগুলো বলার কারণে হয়তো আমাকে জেলে যেতে হবে কিংবা মৃত্যুও হতে পারে। কিন্তু যেটা হচ্ছে, আমি সেটাই বলছি।’

২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত রাশিয়ার হয়ে ৫৪ ম্যাচ খেলা এই সাবেক মিডফিল্ডার এখন তার দেশকে নিয়ে গর্বিত নয়। গত ফেব্রুয়ারি থেকে চলমান যুদ্ধ বন্ধ করতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও চিঠি লিখেছিলেন তিনি।

সূত্র : রাইজিংবিডি
এম এস, ১৬ জুন

Back to top button