কুমিল্লা

কুসিক নির্বাচনে কোন প্রার্থী ভোট দেবেন কোন কেন্দ্রে

কুমিল্লা, ১৫ জুন – আজ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন (কুসিক)। বহুল প্রত্যাশিত এ নির্বাচনে কুমিল্লাবাসী বেছে নেবেন তাদের নগর পিতা। বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হবে। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এ নির্বাচনে মেয়রপ্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত (নৌকা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী সদ্যবিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি), নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া), ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম (হাত পাখা) ও নাগরিক কমিটির কামরুল আহসান বাবুল (হরিণ)।

এছাড়া কাউন্সিলর পদে ১০৮ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত (নৌকা) তার ভোট দেবেন সকাল ৯টায় নগরীর ১১ নম্বর ওয়ার্ডের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে।

স্বতন্ত্র প্রার্থী সদ্যবিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি) সকাল সাড়ে ৯টায় তিনি ভোট দেবেন ১২ নম্বর ওয়ার্ডের হোচ্ছা মিয়া স্কুল কেন্দ্রে।

স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া) ভোট দেবেন সকাল ১০টায় ১১ নম্বর ওয়ার্ডের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে।

ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম (হাত পাখা) ভোট দেবেন ২২ নম্বর ওয়ার্ডের দইয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টায়।

নাগরিক কমিটির কামরুল আহসান বাবুল (হরিণ) তিনি ভোট দেবেন সকাল সাড়ে ১০টায় ১৩ নম্বর ওয়ার্ডের বড়পুকুর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

পাঁচ মেয়র প্রার্থী রাত ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী জাগো নিউজকে বলেন, সিটি করপোরেশন নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ২৭ নং ওয়ার্ডে মোট ৩ হাজার ৬০৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে।

এদের মধ্যে ৭৫টি চেকপোস্ট, ১০৫টি মোবাইল টিম, ১২ প্লাটুন বিজিবি, ৩০টি র্যাব টিম, ৫০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে।

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ১০৫ কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এ সিটিতে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯২০।

তাদের মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২। পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬।

সূত্র : জাগো নিউজ
এম এস, ১৫ জুন

Back to top button