উত্তর আমেরিকা

ক্যাপিটলে হামলার বিচারব্যবস্থা ক্যাঙ্গারু কোর্ট: ট্রাম্প

ওয়াশিংটন, ১৪ জুন – যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাপিটল দাঙ্গার জন্য কংগ্রেসের তদন্তকে ‘ক্যাঙ্গারু কোর্ট’ বলে উড়িয়ে দিয়েছেন। ১২ পৃষ্ঠার এক বিবৃতিতে তিনি বলেন, তদন্তটি গণতান্ত্রিক নেতৃত্বাধীন শাসনের ‘বিপর্যয়’ থেকে মার্কিনিদের বিভ্রান্ত করার জন্য ডিজাইন করা হয়েছিল। ট্রাম্প ক্ষমতায় থাকার জন্য অভ্যুত্থানের চেষ্টা করেছেন- এমন অভিযোগে কমিটি দুটি গণশুনানি করার পর সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট এ মন্তব্য করলেন। মঙ্গলবার বিবিসি এ খবর জানিয়েছে।

২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে নজিরবিহীন এক হামলা হয়। শত শত ট্রাম্প সমর্থক ক্যাপিটল হিলে প্রবেশ করেন এবং বিশৃঙ্খলা শুরু করেন। এ সময় সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয় ঘোষণার আনুষ্ঠানিতা চলছিল। এ ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজনের প্রাণ গেছে। এ নিয়ে তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের একটি দল। ওই তদন্ত কমিটিরই সমালোচনায় মুখর হয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘৬ জানুয়ারির ঘটনার সতেরো মাস পরও ডেমোক্র্যাটরা সমাধান দিতে অক্ষম।’

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ১৪ জুন

Back to top button