বুদ্ধিজীবীদের নিয়ে ‘অরাজনৈতিক’ মঞ্চ গড়ার ভাবনা বিজেপির
কলকাতা, ১১ নভেম্বর- ২০২১-এর নির্বাচনের আগে বাংলার বিশিষ্টজনদের গেরুয়ামুখী করার উদ্যোগ নেওয়া হল। দলের কেন্দ্রীয় সম্পাদক তথা বোলপুরের প্রাক্তন সাংসদ, অধ্যাপক অনুপম হাজরাকে এই দায়িত্ব দিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব।
শুধু তৃণমূল, সিপিএম, কংগ্রেস ভেঙে ২০২১ জয় অসম্ভব, বিজেপিকে বাড়তে হবে বহরেও। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তাই বিজেপি শক্তি বাড়ানোর ভিন্ন পদ্ধতি করায়ত্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। অমিত শাহর সদ্য বাংলা সফরের পরই সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষদের একত্রিত করার ভাবনা নিয়ে মাঠে নেমেছে বিজেপি। তবে গতে বাঁধা রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকবেন না সেই মানুষগুলি।
অনুপম হাজরার কথায়, “ হাতে পতাকা ধরিয়ে দিয়ে সমাজের বুদ্ধিজীবী সম্প্রদায়কে দলে নিয়ে আসতে আমি চাই না। একটু অন্য আঙ্গিকে তাঁদেরকে আমাদের পক্ষে আনতে হবে।”
অনুপমের কথায়, “শান্তিনিকেতনে আমার অনেক পুরনো বন্ধু আমার রয়েছে। যারা পিএইচডি করেছে। তাঁদের বলেছি মোদীজির সাফল্য নিয়ে গান তৈরি করতে। এই গান গাইবে বাউল শিল্পীরা। লোকাল বা এক্সপ্রেস ট্রেনে বাউলরা গান গাইতে ওঠেন।’’
তিনি আরও বলেন, ‘‘বাউল গান মানুষ মন দিয়ে শোনে। ট্রেনে মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের সাফল্য নিয়ে গান গাইবে বাউলরা। লক্ষ লক্ষ মানুষের কানে পৌঁছে যাবে সেই কথা। এভাবেই চলবে প্রচার।অরাজনৈতিকভাবে রাজনৈতিক সচেতনতা প্রচার করতে হবে।”
অনুপম জানিয়েছেন, অমিত শাহের উপস্থিতিতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষের সঙ্গে তাঁর কথা হয়েছে। আগামী সপ্তাহে এবিষয়ে দিল্লিতে বৈঠক রয়েছে।
সূত্র : কলকাতা২৪x৭
আর/০৮:১৪/১১ নভেম্বর