ইউরোপ

রাশিয়ায় ওমিক্রনের আরও সংক্রামক উপধরন শনাক্ত

মস্কো, ১২ জুন – রাশিয়ায় ওমিক্রনের আরো বেশি সংক্রামক উপধরন শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন এক রুশ গবেষক। তিনি দেশটির রাষ্ট্রীয় ভোক্তা স্বাস্থ্য নজরদারি সংস্থা রসপোত্রেবনাদজর-এর জ্যেষ্ঠ কর্মকর্তা ও গবেষক কামিল খাফিজভ।

গবেষক খাফিজভ জানান, দুটি রাষ্ট্রীয় গবেষণাগারের পক্ষ থেকে ভিজিএরাস ডাটাবেইসে বিএ.৪-এর অধীন ভাইরাল জিনোম জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘এই নমুনাগুলো মে মাসের শেষের দিকের সময়ের।

খাফিজভ আরো বলেন, ‘সাম্প্রতিক সময়ে প্রকাশিত কিছুসংখ্যক গবেষণায় উঠে এসেছে যে বিএ.৪ ও বিএ.৫ হিসেবে পরিচিত ধরনগুলো ওমিক্রনের আগের রূপগুলোর চেয়েও বেশি সংক্রামক। ’ পাশাপাশি বিএ.২ উপধরন এখনো রাশিয়ার ৯৫ শতাংশ নতুন সংক্রমণের জন্য দায়ী বলে উল্লেখ করেন এ বিজ্ঞানী।

মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানও এ রকম এক সতর্কবার্তা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, টিকাবিহীন দেশগুলোতে ওমিক্রনের উপধরন বিএ.৪ ও বিএ.৫ সংক্রমণ বৃদ্ধি করছে। তবে গোটা বিশ্বে এখনো আধিপত্যের অবস্থানে রয়েছে বিএ.২ উপধরন।

সূত্র: কালের কণ্ঠ
এম ইউ/১২ জুন ২০২২

Back to top button