ম্যাচ শেষে ভারতীয়-আফগান ফুটবলারদের হাতাহাতি
কলকাতা, ১২ জুন – কলকাতায় রোমাঞ্চকর লড়াইয়ে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারত ২-১ গোলে হারায় আফগানিস্তান। ম্যাচ শেষ হতেই কুৎসিত এক দৃশ্যের স্বাক্ষী হয় কলকাতার ভিওয়াইবিকে স্টেডিয়াম।
ভারতীয় ও আফগান খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি-ধাক্কাধাক্কি হয়েছিল। ম্যাচ হেরে যাওয়ার পর আফগানিস্তানের খেলোয়াড়রা তাদের হতাশা প্রকাশ করে হট্টগোল বাঁধিয়ে।
সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওতে দেখা গেছে, শুরুতে তিন আফগান ও দুই ভারতীয় খেলোয়াড় ধাক্কাধাক্কি করছেন। ভারতীয় গোলকিপার গুরপ্রীত সিং দৌড়ে এসে দুই দলের খেলোয়াড়দের শান্ত করতে চেষ্টা করেন। কিন্তু তাকেও ধাক্কা দেন আফগান খেলোয়াড়রা।
তারপরই দুই দলের প্রায় সব খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এমনকি এএফসি কর্মকর্তারাও হস্তক্ষেপ করেন, তবে তারা ব্যর্থ হন। এই কুৎসিত ঘটনার সূত্রপাত কোথায় জানা যায়নি। আয়োজক কমিটিও কিছু বলতে পারেনি।
ম্যাচের ৮৫ মিনিটে সুনীল ছেত্রীর ফ্রি কিকে এগিয়ে যায় ভারত। কিন্তু তিন মিনিট পর জুবায়ের আমিরির হেডে সমতা ফেরায় আফগানরা। ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে ব্লু টাইগারদের জয় এনে দেন সাহাল আব্দুল সামাদের চমৎকার স্ট্রাইক।
সূত্র : রাইজিংবিডি
এম এস, ১২ জুন