সংগীত

মা হারালেন লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি

ঢাকা, ১২ জুন – মা হারালেন দেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি। তার শতবর্ষী মা আমেনা খাতুন গতকাল শনিবার দুপুরে মারা যান। বার্ধক্যের কারণে তার মৃত্যু হয়েছে। এদিন সন্ধ্যা সাড়ে সাতটায় জানাজার পর পারিবারিক কবরস্থানে মাকে দাফন করেছেন বলে জানান কুদ্দুস বয়াতি।

কুদ্দুস বয়াতি বলেন, ‘গত ১৫ বছর ধরে আমার মা অসুস্থ ছিলেন। দীর্ঘদিন বিছানায় পড়ে ছিলেন। হাঁটতে পারতেন না। গত ছয় মাস ধরে একেবারে অচলাবস্থা ছিল।’

তিনি আরও বলেন, ‘হাসপাতালে নিয়েও মায়ের চিকিৎসা করিয়েছি। কিন্তু মা ইন্তেকাল করেছেন।’

কুদ্দুস বয়াতির বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নে। সেখানে নিজ বাড়িতে আমেনা খাতুনের জানাজা হয়। আমেনা খাতুনের বড় সন্তান কুদ্দুস বয়াতি। তাঁরা চার ভাই ও চার বোনের পরিবার। ১৯৯২ সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘এই দিন দিন না আরও দিন আছে’ শিরোনামে একটি গানের মাধ্যমে পরিচিতি পান কুদ্দুস বয়াতি।

১৯৪৯ সালে জন্ম নেওয়া কুদ্দুস বয়াতি গ্রামগঞ্জে মহুয়া, মলুয়া, দেওয়ান বাদশা, কাঞ্চন বাদশা, হাতেম তাইসহ অনেক ধরনের পালাগানের মাধ্যমে আসর মাতান।’

এম এস, ১২ জুন

Back to top button